ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা এলাকায় গরুচুরি বৃদ্ধি পেয়েছে। অসহায় কৃষক সমাজ, নিজের পালিত কৃষির শ্রেষ্ট সম্পদ গরু রক্ষায় রাতে পাহারা দিচ্ছেন। তার পরও চুরি যেন বন্ধ হচ্ছেনা। গত ৮ দিনে এই এলাকায় ১৩টি গরু চুরির সংবাদ বিশ্বনাথের ডাক ২৪ ডটকম পত্রিকায় প্রকাশিত হয়। গতকাল (৪ নভেম্বর) সোমবার দিবাগত রাতে এলাকার লোকজন চোরের হাত থেকে ৪টি গরু কেড়ে রাখলেও চোরেরা ২টি গরু নিয়ে পালিয়ে যায়। এই রাতে জাহেদের গোয়াল ঘর ও রমিজের গোয়াল ঘরে একই সময়ে চোর হানা দেয়।
জানাযায়, টেংরা বাগমারা গ্রামের কালামের পুত্র জাহেদের গোয়াল ঘরের তালা একদল চোর চুপি চুপি করে কাটছিল। জাহেদ তালা কাটার শব্দ শুনে চোর চোর করে চিৎকার শুরু করলে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে চোরদের ধাওয়া করেন। এক পর্যায়ে দেখা যায় চোরেরা গরু নিয়ে দৌড়াচ্ছে। চোরদের নিকট থেকে ৪টি গরু কেড়ে রাখলেও ২টি গরু নিয়ে পালিয়ে যায় চোর । এ ৪টি গরুর মালিক হচ্ছেন ছমিপুর গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র রমিজ আলী। ভাগ্যক্রমে জাহেদের হাক চিৎকারের কারনে রমিজ আলী ৪টি গরু উদ্ধার করা হয়। চোরাইকৃত এ ৪টি গরুর মূল্য প্রায় ২লাখ টাকা। রমিজ আলী জানান, সোমবার রাতে চোরেরা আমার ৬টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। আমরা কোন টের পাইনি। কিন্তু জাহেদের ঘরের তালা কাটার ঘটনায় হাক চিৎকারের কারনে গ্রামবাসি মিলে আমার ৪টি গরু কেড়ে রাখেন।আমার ২টি গরু এখনো খুঁজে পাচ্ছিনা। আমরা গরু চোরদের অত্যাচারে অতিষ্ট।