নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিশ্বনাথে প্রায় দেড় লক্ষ টাকার মালামালসহ চার চোরকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার বিকেলে পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের আব্দুল মুমিন এর ভাঙ্গারির দোকান থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যুতির ট্রান্সফরমারের তামা, এ্যালুমিনিয়াম ও ড্রপ লাইনসহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশ্বনাথ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ছাইফুল ইসলাম বাদি হয়ে ৫জনকে আসামি করে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৫/৩৬/৪১ ধারা থানার মামলা দায়ের করেন, (মামলা নং-১১)। গ্রেফতারকৃতরা হল, হবিগঞ্জ জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের মো: আব্দুল আওয়ালের পুত্র আব্দুল করিম (২০), বর্তমানে বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশির কাপন, হবিগঞ্জ জেলা, আজমীরিগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের মৃত হুছন আলীর পুত্র আব্দুল আলীম (৩৫), বর্তমানে রামপাশা বাজার, একই গ্রামের মস্তফা মিয়ার পুত্র সোহেল মিয়া (৪৫)। পলাতক রয়েছেন, আব্দুল আওয়ালের পুত্র আব্দুল মুমিন (২২) ও মৃত জালাল আহমদের জুয়েল মিয়া।
অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, গত ২৫ মে দিবাগত রাতে বিশ্বনাথ সদর ইউনিয়নের আতাপুর গ্রাম থেকে প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারে তামা, এ্যালুমিনিয়াম ও ড্রফ লাইন গ্রেফতারকুত আসামিরদের দোকান থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মালামাল পল্লী বিদ্যুৎ অফিসের বলে সনাক্ত করেন বিদ্যুৎ অফিসের সহকারি ইঞ্জিনিয়ার আশরাফ সারওয়ার খান ও লাইনম্যান মাহমুদুর রহমান।
এদিকে চুরির আসামিকে ছাড়াতে বিশ্বনাথ পৌর কাউন্সিলরসহ একাধিক ব্যক্তির থানার তদবির করতে দেখা গেছে। কিন্তু বেরসিক পুলিশ কারো তদবির না শুনে শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।