নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে ব্যাটারি চালিত এক অটো চালককে কোল্ড ডিংকসের সাথে চেতনানাশক ঔষধ খাইতে অচেতন করে চালকের হাত-পা বেঁধে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ বাজার এলাকা থেকে ২ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হল, বিশ্বনাথ পৌরসভার জাহারগাঁও গ্রামের মৃত: বারাম খানের ছেলে সুয়েদ খান (২৫) ও সুনামগঞ্জের ছাতক থানার মজুমদার চর গ্রামের মৃত কমর আলীর ছেলে আলিম উদ্দিন (২৫)।
পুলিশ চুরি হওয়া অটোরিকশা ও চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল (সিলেট ল ১২-১৯০৩) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানাগেছে, গত ১২সেপ্টেম্বর মামলার বাদী অটোচালক আব্দুর রহমান রিকশা নিয়ে জগন্নাথপুরের ভবেববাজারে যাত্রীর জন্য অপেক্ষমান ছিলেন। এসময় অজ্ঞাতনামা ২ছিনতাইকারি যাত্রীবেশে বিশ্বনাথ পীরেরবাজার যাওয়ার কথা বলে ৩শত টাকা ভাড়া চুক্তি করে। ছিনতাইকারিরা পথিমধ্যে তাদেও আরো একজকে সংগ্রহ কওে সাথে নেয়। তারা পীরের বাজারে পৌছে একটি দোকান থেকে কোল্ডডিংকস কিনে তারা অর্ধেক পান করে বাকী অর্ধেকে বিসাক্ত চেতনা নাশক মিশিয়ে বিশ্বনাথ-বাইপাসে পৌছামাত্র অটো চালককে খাইয়ে দেয়। সাথে সাথে চালক অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারিরা তার হাত-পা, মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অটো চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে বিশ্বনাথ-বাইপাস পেট্রল পাম্পের নিয়ে আসে। অটোচালক ভবের বাজার একটি দোকান থেকে ঘটনার একটি সিসি টিভির ফুটেজ বিশ্বনাথ থানা পুলিশকে দিলে পুলিশ আসামীদের সনাক্ত করতে সক্ষম হয় এবং বৃহস্পতিবার রাতে দুজনকে আটক করে। এ ঘটনায় অটোচালক বাদী হয়ে বিশ্বনাথ থানায় (মামলা নং-১৪/২৫ইং) দায়ের করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, চোরাইকৃত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views: 278