বিশ্বনাথে গরু চুরির মামলায় একজন জেল হাজতে

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামে একটি গরু চুরির মামলায় সুলতান মিয়াকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত। (২৭অক্টোবর) রবিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মাহবুবুর রহমান ভূইয়ার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদলত তাকে জেল হাজতের নির্দেশ দেন।

জানাযায়, ২০১৮ সালের ১৬ আগষ্ট দিবাগত রাতে পালের চক গ্রামের মৃত রইছ মিয়ার পুত্র শামিম মিয়ার ৩টি গরু অনুমান মূল্য ১লক্ষ ৭৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শামিম মিয়া বাদি হয়ে পালের চক গ্রামের ইছবর আলীর পুত্র নুর আলম, লুৎফুর  ও সুলতান মিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে উপরোক্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ইতিপূর্বে নুর আলম ও লুৎফুর রহমান কিছুদিন হাজতবাস করেছিল। সুলতান মিয়া দীর্ঘদিন ধরে পালেরচক গ্রামের হাজী আব্দুস শহিদ বাদশা মিয়ার বাড়িতে স্ব-পরিবারের বসবাস করে     বসবাস করে আসছিল। গরু চুরির পর আসামিগণ গরু আটক করে ১লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল বলে চার্জসিটে উল্লেখ রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *