স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে ১টি চোরাই গরু (বাছুর) সহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে তাদেরকে অলংকারী ইউনিয়নের কৃপাখালি গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাগুড়ি গ্রামের মৃত কুঠিন মিয়ার ছেলে আল-আমিন মিয়া, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে বাবুল মিয়া ও রমজানপুর গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে সুয়েব আহমদ।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের জামাল আহমদের একটি গরু (বাছুর) ওই গ্রামের রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল একদল চোর। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে পাশ্ববর্তী কৃপাখালি গ্রামে গিয়ে গরুসহ ৩ জনকে আটক করে। এ সময় তৈয়বুর রহমান নামে একজন পালিয়ে যায়। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের আবদুল গফুরের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ বাছুরসহ জনতার হাতে আটক ৩ চোরকে থানায় নিয়ে আসে এবং তাদের ব্যবহৃত অটোরিকশা (মৌলভীবাজার-থ ১১-৩৮৩৪) জব্দ করে।
এ ব্যাপারে ওসি শামীম মুসা বলেন, চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।