বিশ্বনাথে কৃষকদের রক্তে চাউলধনী হাওর রঞ্জিতঃগুলিবৃদ্ধ ৪, নিহত ১

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের চৈতননগর এলাকায় কৃষকদের উপর হাওর লীজ গ্রহিতা বাহিনী গুলি বর্ষন করেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হচ্ছেন, চৈতননগর গ্রামের সুমেল, মানিক, মনির ও সিজির মিয়া। আশংকাজনক অবস্থায় সুমেলকে হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। চারজনের মাথা, বুক, মূখ, শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ করে ঝাঝরা করা হয়েছে ও আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ১ মে শনিবার বিকাল ৩টার দিকে চাউলধনী হাওরের লীজ গ্রহিতা বাহিনীর প্রধান সাইফুল ও তার বাহিনী চৈতননগর এলাকায় কৃষকদের মালিকানা জমিতে মাঠি কাটতে গেলে কৃষকরা বাধা দেন। এতে সাইফুল ও তার বাহিনী বিভিন্ন অগ্নিয়াস্ত্র দিয়ে গুলি করে কৃষকদের আহত করে। ইতিপূর্বে চাউলধনী হাওরপাড়ের ২৫টি গ্রামের কৃষক প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি ও সাংবাদিক সম্মেলন করে সাইফুল বাহিনীর নিকট থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী করেছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসনের আশকারা পেয়ে সাইফুল বাহিনী বেপরোয়া হয়ে চৈতননগর গ্রামের কৃষক দয়ালকে হত্যা করে। এই হত্যা মামলাটি বিরাট অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দিয়ে আদালতে মূল খুনিকে বাদ দিয়ে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। সন্ত্রাসী বাহিনী চার্জশীট থেকে অব্যাহতি পেয়ে আজ পূণঃরায় প্রকাশ্যে কৃষকদের উপর গুলি চালিয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দেশে বিদেশে নিন্দার ঝড় বইছে।
বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা জানিছেন নিহতের কোন খবর জানতে পারিনি। আমি দ্রুত ঘটনারস্থলে যাচ্ছি।বিস্তারিত আসছে………….


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *