নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথের একটি অপহরণ মামলার ৪ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। আসামীরা হচ্ছেন, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের মৃত মহর উল্লাহর পুত্র আব্দুল মতিন ও আব্দুল মুকিত, দক্ষিণ দশপাইকা গ্রামের শুকুর আলীর পুত্র সিএনজি চালক সোহেল মিয়া, উত্তর মিরেরচর গ্রামের হারুন মিয়ার ছেলে ইলাছ মিয়া। ৫ ডিসেম্বর রবিবার সিলেটের আমলী আদালত (৫) এর বিচারক আছমা জাহানের আদালতে হাজির হয়ে আসামীরা জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নিদের্শ প্রদান করেন। বাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবি ছামিউল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট খুরশেদ আলম। এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী রিপন মিয়া।
জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে ৭জন আসামী দশপাইকা গ্রামের আছদ আলীর ছেলে রিপন মিয়াকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যাওয়ার পথে হাবড়া বাজার পৌছলে রিপনের হাক-চিৎকারে জনতা ঘেরাও করে অপহরনকারী মারুফ ও আফজলকে আটক করে পুলিশ সোর্পদ করে। বাকীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ২৪ এপ্রিল রিপন মিয়া বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা নং-১৮, (তারিখ: ২৪-০৪-২০২১ইং)। আসামীরা মহামান্য হাইকোর্টে গিয়ে আত্মসর্মপন করলে মারুফ ও আফজলকে ২৮ দিনের জামিন মঞ্জুর করেন আদালত এবং আব্দুল মতিন ও আব্দুল মুকিত, সোহেল ও ইলাছ মিয়াকে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নিদের্শ দেন। কিন্তু আসামীরা মহামান্য হাইকোর্টের নিদের্শের সময়সীমা পার করে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালত। আসামী আব্দুল হান্নান এখনও পলাতক রয়েছে।