নিজস্ব প্রতিবেদকঃ সিলেট শহরের নিকটবর্তী প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে ২রা নভেম্বর। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘঠিয়ে তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ আতিয়া রহমান স্বাক্ষরিত পরিপত্রে নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়। এ দিন জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে ২রা নভেম্বর বুধবার।
১৯৯৬ সালে বিশ^নাথ নতুন বাজার ধান হাটার এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করলে, নানা বাধা আপত্তি, ভোটার তালিকা, সীমানা নির্ধারনী জঠিলতা, মহামান্য হাইকোর্টে মামলা ইত্যাদির কারণে নির্বাচন আয়োজনে বিলম্ব হয়। পৌরসভার প্রথম এ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, আল ইসলাহ সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং প্রবাসীরা প্রার্থী হতে গত কয়েক বছর ধরে মাঠে ঘুরাফেরা করছেন। কিছুদিন নির্বাচনী আলাপ-আলোচনা থমকে গেলেও তপশীল ঘোষণার পর বিশ^নাথ থানা সদরে এখন সদরগরম আলোচনা শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশ্বনাথ বাজারের হোটেল রেস্টেুরেন্টে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। মেয়র ও কাউন্সিলর ডজন ডজনের নাম শুনা গেলেও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান এর রহমানের বাসায় ভীড় জমে গেছে। দেশ বিদেশের অনেকেই তাঁকে বিশ্বনাথ প্রথম পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ শুরু করেছেন। তবে মুহিবুর রহমান শেষ পর্যন্ত প্রার্থী হবেন কিনা এ তথ্য এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।