স্টাফ রিপোর্টার : বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিদ আহমদ (২৯) নামের এক কাতার প্রবাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাহিদ আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরশহরের বিদায়সুলপানি গ্রামের আলতাব আলীর ছেলে। মারা যাওয়ার প্রায় একমাস পর আজ মঙ্গলবার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাশ পৌছেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৪বছর ধরে শাহিদ আহমদ কাতারে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন। গত ৩০ সেপ্টেম্বর কর্মরত অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ সেখানকার স্থানীয় হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়। এর ৩দিন পর তার মৃত্যুর খবর পান দেশে থাকা স্বজনরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিদ আহমদের লাশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে তার আত্নীয় সুহেল আহমদ সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।