বিএনপি জনগণের দল : কারও ব্যক্তিগত সম্পত্তি নয় : দলের ক্ষতি হয় এমন কাজ কেউ করবেন না

বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয়। দল বাঁচলে কর্মী বাঁচবে। তাই দলের ক্ষতি হয় এমন কোনো কাজে কেউ যেন না জড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। মানুষের মুখে আজ একটি কথাই গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলকে (ওসমানীনগর-বিশ্বনাথ) আধুনিক ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ভূমিকা পালন করব। বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দল। ধানের শীষ প্রতীক আমাদের অধিকার, জনগণের আস্থা। বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, রাষ্ট্রীয় দমননীতি বন্ধ হবে এবং একটি কল্যাণমুখী, জনবান্ধব সরকার প্রতিষ্ঠা হবে, তাই বিএনপির ভারপ্রাাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি জনগণের দল, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শক্তি। আমরা দল ও দেশের কল্যাণে শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত স্থানীয় ইউপির সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও বিএনপি নেতা রুহেল আহমদ কালুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমীন আজাদ, বিএনপি নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা রুমেল আলী, সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *