স্টাফ রিপোটার : সকাল থেকে উপজেলা সদরে থাকা পথশিশুরদের নিয়ে এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। করোনা পরিস্থিতির কারণে মানুষ যখন ঘরবন্দী। কর্মহীনতায় জনজীবন চরম বিপর্যস্থ। ঠিক এমনি সময়ে পিতৃস্নেহ নিয়ে বিশ্বনাথ উপজেলা সদরের পথশিশুদের পাশে দাড়ালেন থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা। তাদের প্রতি প্রসারিত করলেন মানবিকতার হাত। সকলের মাঝে ছড়ালেন মুগ্ধতা। কেউ রাখে না যাদের খবর-সেই অসহায় ছিন্নমূল পথশিশুদের নরসুন্দর দিয়ে চুল কেটে দিলেন, গোসল করালেন, নতুন জামা পরিয়ে দিলেন। অতঃপর পরম মমতায় নিজ হাতে তাদের খাবার পরিবেশন করলেন। পথশিশুদের পাশে দাড়ানোর জন্যে প্রিয় পুলিশ টিমকে ধন্যবাদ। সবশেষে সবাই মিলে গ্রুপ ছবি তুলে যার যার বাড়িতে ফেরা।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আমাদের সমাজে থাকা পথশিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ও তাদেরকে কিছুটা আনন্দ দিতেই থানা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সমাজই উপকৃত হত।