দশঘর ইউনিয়ন নির্বাচন : ঘোড়া প্রতিকের সমর্থনে উঠান বৈঠক

Uncategorized
শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর বিশ্বনাথের দশঘর ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সতন্ত্র প্রার্থী সামছু মিয়া লয়লুছের মার্কা ঘোড়ার সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের ভল্লবপু গ্রামের জিলু মিয়া মাস্টারের বাড়ির এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সতন্ত্র প্রার্থী সামছু মিয়া লয়লুছ একজন সহজ সরল ও দানবীর ব্যাক্তি। তিনি আজীবন আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। ব্যক্তিগতভাবে লুয়লুছ মিয়া এলাকার অসহায় মানুষের পাশে আছেন গত কয়েক যুগ ধরে। ইউনিয়নের শিক্ষা ও মানবিক এবং সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। করোনাকালীন সংকটে ইউনিয়নের আর কাউকে না পেলেও লয়লুছ মিয়াকে কাছে পেয়েছেন এলাকার জনসাধারণ। তিনি প্রবাসে থেকেও দু:খ দুর্দশায় থাকা মানুষগুলোর কাছে খাবার অর্থ দিয়েছিলেন। বক্তারা বলেন, আর এই অবদান মনে রেখে ইউনিয়নের জনগন লয়লুছ মিয়ার ঘোড়া প্রতিকের উপরই আস্থা রেখে আগামী ২৯ তারিখ লয়লুছ মিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তাই এখন এলাকায় ঘোড়া প্রতিকের জোয়ার উঠেছে। এসময় সতন্ত্র প্রার্থী সামছু মিয়া লয়লুছ সবার কাছে ঘোড়া প্রতিকে ভোট চেয়ে বক্তব্য রাখেন। ভল্লবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ক্বারী জামিল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী তারেক আহমদ, ফজলুল বারী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জিলু মিয়া। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠক নজরুল ইসলাম, মফিজ আলী, সফাত আলী, আকবর আলী, মাসুদ আলী মেম্বার, আযম আলী প্রমূখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *