ডিজিটাল বাংলাদেশ দিবসে বিশ্বনাথে র‌্যালী-সেমিনার অনুষ্ঠিত

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও ডিজিটাল বাংলাদেশ তৃতীয় দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসের প্রতিপ্রাদ্য বিষয় ছিল ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এ শ্লোগানে শ্লোগানে র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে সেমিনারে মিলিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইটিসি বিভাগের সহকারি প্রোগ্রাম ম্যানেজার শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, সাংবাদিক আশিক আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্ত দে, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, কৃষি অফিসার রমজান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, পিআইও মাহবুব আলম শাওন ভূইয়া, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তানিছা আফরিন মুন্নীসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। সেমিনার শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *