ডাক ডেক্স : মাটি বহনকারী একাট ট্র্যাক্টরের নীচে চাপা পড়ে ইমাম উদ্দিন (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। (৫নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়আড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক ছিলেন ইমাম উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় শশুড় বাড়ীতে বসবাস করে অন্যের ট্র্যাক্টর ভাড়াতে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
জানাগেছে, বুধবার সন্ধ্যার পূর্বে ইমাম উদ্দিনের মাটি বহনকারী ট্র্যাক্টর ছয়আড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি এর নীচে পড়ে যান। এ সময় ট্র্যাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ইমাম। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তার লাশ বাড়ীতে নিয়ে আসেন।
আজ (বুধবার) সকাল ১০টায় স্থানীয় তেলিকোনা আলিম মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার স্বজনরা নিশ্চিত করেছন।
