অনলাইন ডেস্ক : এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে ‘কসাই’ খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার পর কীভাবে তাঁর মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়, তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তারের পর জিহাদ হাওলাদারকে আজ শুক্রবার বারাসাতের আদালতে তুলে পশ্চিমবঙ্গ সিআইডি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবেন গোয়েন্দারা।
বারাসত আদালতের প্রাঙ্গণে জিহাদকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। জিহাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। চারদিক থেকে প্রশ্ন উড়ে আসতে থাকে, ‘কেন মারলে?’ কোনও প্রশ্নের জবাব দেননি জিহাদ। পুলিশের গাড়ি থেকে নেমে তিনি আদালতে ঢুকে যান।
সিআইডির কর্মকর্তারা বলছেন, ২৪ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইতে বাস করতেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে। তাঁর বাবার নাম জয়নাল হাওলাদার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহীন দুই মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন।
গতকাল বৃহস্পতিবার জিহাদকে গ্রেপ্তারের পর একটানা জেরা করেন সিআইডির কর্মকর্তারা। তারা আনোয়ারুল আজীমের মরদেহ কলকাতার কোন এলাকায় ফেলে দেওয়া হয়েছে তা জানার চেষ্টা করা হয়। এমপির মরদেহের খোঁজে বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। নিউ টাউন এলাকার যে ফ্ল্যাটে আনোয়ারুলকে খুন করা হয়, তার সামনে দিয়েই বয়ে গেছে এই খাল।
যেভাবে আনোয়ারুলকে হত্যার পর মরদেহের টুকরাগুলো যেভাবে সরানো হয়
সিআইডি বলছে, আখতারুজ্জামানের নির্দেশে জিহাদসহ ৪ বাংলাদেশি মিলে আনোয়ারুলকে ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে, বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল, এভাবে গুম করা হবে, যাতে কেউ কোনো দিন তাঁর অস্তিত্ব না পায়।
১৩ মে আমানউল্লাহ, জিহাদ ও সিয়াম দুটি স্যুটকেসে এমপির দেহের টুকরাগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে স্যুটকেসসহ বিদায় করে আমানউল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই তিনজন বাকি টুকরাগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান।
আরও পড়ুন:
- খুনের পর আনোয়ারুলের হাড় ও মাংস বিচ্ছিন্ন, পরিকল্পনা দুই-তিন মাস আগে: ডিবি
- মরদেহ গুম করতে বাংলাদেশ-ভারতের একাধিক খুনির হাত বদল
- এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারী কে এই আক্তারুজ্জামান, কাঁটাতারে ঘেরা বাগানবাড়িতে কার আনাগোনা
- এমপি আনোয়ারুল হত্যা: সেই ফ্ল্যাটে রক্তের দাগ, বড় ব্যাগ নিয়ে বের হন দুজন
- খুনের আগে এমপি আনোয়ারুলকে বহন করা সেই লাল গাড়ি চালকসহ আটক
- এমপি আনোয়ারুল আজীমকে ফ্ল্যাটে নিতে টোপ ছিল এক তরুণী
- এমপি আনোয়ারুল হত্যায় জড়িত ৫ জনই বাংলাদেশি: ওবায়দুল কাদের
- এমপি আনোয়ারুলকে হত্যার নেপথ্যে ‘সোনার টাকা নিয়ে বিরোধ’
- এমপি আনোয়ারুল হত্যা: ঢাকায় আসছে ভারতীয় পুলিশের স্পেশাল টিম
- এমপি আনোয়ারুল আজীমকে খুন করতে ৫ কোটি টাকার চুক্তি
- এমপি আনোয়ারুল হত্যার সঙ্গে ভারতের কেউ জড়িত নাই: স্বরাষ্ট্রমন্ত্রী
- কলকাতার সেই ফ্ল্যাটে এমপি আনোয়ারুলের লাশ মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী
- এমপি আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন, বাংলাদেশে গ্রেপ্তার ৩: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতে নিখোঁজ এমপি আনোয়ারুল আজীম কলকাতায় খুন
- বাবার হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেখতে চাই: এমপি আনোয়ারুলের মেয়ে
- এমপি আনোয়ারুল হত্যা: হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা করলেন মেয়ে
- এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডে আওয়ামী লীগে উদ্বেগ
- এমপি হত্যার কারণ জানতে তদন্ত চলছে: ডিবিপ্রধান