এবার এমপির উন্নয়ন নিয়ে মেয়রের মন্তব্য : ১১০কোটি টাকার মানহানীর মামলা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় গণফোরাম নেতা মোকাব্বির খানের উন্নয়ন বরাদ্ধ নিয়ে কুৎসারটানো ও মানহানীকর বক্তব্য গণমাধ্যম ফেসবুকে প্রচার করায় বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি টাকার মানহানীর মামলা দায়ের করেছেন এমপির ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান।

সোমবার দুুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় মেয়র মুহিবুর রহমানকে প্রধান আসামী ও দুইজনের নাম উল্লেখ করে ১০/১৫জনকে অজ্ঞাতনামা আসামী দেয়া করা হয়েছে। (মামলা নং-১৯৭/২০২৩)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার টেংরা আলীপাড়া গ্রামের মসজিদে গিয়ে পৌর মেয়র মুহিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। এতে মুহিবুর রহমান বলেন, এই প্রকল্পের কাজ হয় নাই। এই প্রকল্পের টাকা এমপির পিএ লুট ও হাতিয়ে নিয়েছে। এখানে হরিলুট হয়েছে। অথচ প্রকল্পটি এখন চলমান রয়েছে। আর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পূর্ণ না করার এখনো তাদেরকে বিল দেওয়া হয়নি। ভিডিওতে দেওয়া মুহিবুর রহমানের বক্তব্য অসত্য, হয়রাণীমূলক, উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এতে এমপির ১০০ কোটি টাকার ও পিএ’র ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে, ১১০ কোটি টাকার মানহানীর মামলা করা হয়।

মামলার বাদী আহমেদ কবির আদনান বলেন, আমাদের একটি প্রকল্প এঝওউ-২ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নে ৩লক্ষ টাকার একটি কাজ দেয়া হয়েছে। এ কাজটি চলমান রয়েছে। এখনো ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পূর্ন না করায় এখনো বিলও দেয়া হয় নাই। তাহলে কেমন করে এখানে হরিলুট হলো।

এবিষয়ে মেয়র মুহিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমার ধারনা ছিলনা টিউবওয়েল বানিজ্যে এমপি মোকাব্বিরও জড়িত। এখন দেখছি এমপি উপজেলা চেয়ারম্যান নুনু চোরা থেকে কম নয়।

একই ভাবে মেয়র মুহিবুর রহমান উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে টিউবওয়ের চুর বলায় গত ৩০ আগষ্ট মেয়রের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় নুরুল হক নামের এক ব্যক্তি। এ নিয়ে মেয়রের বিরুদ্ধে দুটি মামলা আদালতে দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *