উন্নয়ন কর্মকান্ডে দূর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবেনা : বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদরাসা, সড়ক, ব্রীজ-কালভার্টসহ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন স্থানীয় এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। পরিদর্শনকালে তিনি পৃথক স্থানে এলাকাবাসীর সাথে মতবিনিময় করে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকান্ডে দূর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবেনা। সরকারের গ্রহন করা সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য জনসাধারণকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। অনিয়ম-দূর্নীতি হলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, অর্নিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। এতে সকলের পরামর্শ ও সহযোগীর প্রয়োজন। উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য তিনি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

মতবিনিময় সভাগুলোতে বক্তব্য রাখেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য এনামুল হক এনাম, চমক আলী, জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদ, মুরব্বী শামসুউদ্দিন, সমাজ সেবক আবদুস শহিদ, সেবুল আহমদ, সংগঠক হাফিজ ক্বারী নূর মোহাম্মদ তালুকদার, মাওলানা আবু তায়িব মোহাম্মদ বেলাল, সদরুল আলম শাহিম প্রমুখ।

অনুষ্টানগুলোতে সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট নূরুজ্জামান, ইউপি সদস্য ফয়ছল আহমদ, নূরউদ্দিন, তাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান লালা মিয়া। পরিচালনা করেন, মাওলানা ইউসুফ মো: শাহান, সংগঠক আজাদ হোসেন মিঠু, সেকুল ইসলাম অফিক|

উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মখরু মিয়া মিলন, পিএমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিশি কান্ত দাশ, জুলফিকার আলী, নাজমুল ইসলাম, ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মতিউর রহমান, শিক্ষক আবদুস শহিদ, মাওলানা আতিকুর রহমান, মাস্টার লুৎফুর রহমান, হাফিজ মাওলানা শফিকুর রহমান, এলাকার মুরব্বী তৈমুছ আলী, সমুজ আলী, হাজী নূর উদ্দিন, শাহনুর আলী, কবির হোসেন, নজরুল হোসেন, ময়না মিয়া, আবদুর রুপ, আছকির আলী, জমির আলী, আপ্তাব খা, কয়ছর মিয়া, সমুজ খা, সরফ উদ্দিন, শফিক আলী, আওয়ামী লীগ নেতা আবু বক্কর ফয়ছল, ছাত্রলীগ নেতা আবু তাহের মিছবাহ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *